রবিবার | ১৮ জানুয়ারি, ২০২৬ | ৪ মাঘ, ১৪৩২

পূজামণ্ডপে হামলা, আহতদের দেখতে হাসপাতালে তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: তাঁতীবাজার পূজামণ্ডপে ছিনতাইকারীদের হামলায় আহতদের দেখতে মিটফোর্ড হাসপাতালে যান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। হামলার ফলে অন্তত চারজন আহত হন।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে হাসপাতালে গিয়ে নাহিদ ইসলাম বলেন, সরকার আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করবে এবং চিকিৎসার সকল খরচ বহন করবে। তিনি এও জানান, দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, দুর্বৃত্তরা নাশকতা করার চেষ্টা করছে, তবে সরকার তাদের সে সুযোগ দেবে না। যে কেউ এই ধরনের কার্যকলাপে লিপ্ত হোক, তাদের দ্রুততম সময়ে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। বক্তব্য শেষে, তিনি তাঁতীবাজার পূজামণ্ডপ পরিদর্শন করেন।

শুক্রবার রাতে চার-পাঁচজন দুষ্কৃতিকারী তাঁতীবাজার পূজামণ্ডপে পেট্রোলবোমা বিস্ফোরণের চেষ্টা করেন। তারা একটি বোমা নিক্ষেপ করলে সেটি বিস্ফোরিত হয়নি। বোমা নিক্ষেপকারীকে স্থানীয়রা ধাওয়া দিয়ে ধরে ফেললে তার সহযোগীরা ছুরি দিয়ে কয়েকজনকে আহত করে পালিয়ে যায়। এতে অন্তত চারজন আহত হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি হন। এ খবর পেয়ে তথ্য উপদেষ্টা মিটফোর্ড হাসপাতালে যান।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM