বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

বাংলাদেশ থেকে পাচার হওয়া সাড়ে ৪ কেজি সোনা জব্দ করল বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে সাড়ে চার কেজিরও বেশি ওজনের সোনা জব্দ করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ভাষ্য, এর দাম সাড়ে তিন কোটি রুপি।

বিএসএফ বলছে, এক মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে দুটি সোনার বার ও ১৮টি সোনার বিস্কুট খুঁজে পাওয়া যায়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে, এ সোনা বাংলাদেশ থেকে পাচার হয়েছিল।

শুক্রবার (১১ অক্টোবর) বিএসএফ এক বিবৃতিতে জানায়, এদিন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় কর্মরত সদস্যরা, ভারত-বাংলাদেশ সীমান্তে একটি মোটরসাইকেল আটক করে।

বিবৃতিতে জানানো হয়, মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে এয়ার ফিল্টারে লুকানো দুটি সোনার বার ও ১৮টি সোনার বিস্কুট খুঁজে পাওয়া যায়। এগুলো ভারতে পাচারের পরিকল্পনা ছিল। একজনকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওই ব্যক্তি জানান, তিনি ৯ অক্টোবর রাতে বাংলাদেশের বোজতলা গ্রামের আলমগীর নামের একজনের কাছ থেকে চালানটি পান। চালানটি নদিয়া জেলার স্বর্ণখালী বনাঞ্চলের একজন অজ্ঞাত ব্যক্তির কাছে হস্তান্তর করার কথা ছিল। বিনিময়ে তিনি ১০ হাজার রুপি পেতেন। তবে আগেই তিনি ধরা পড়েন।

গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ সোনা অধিকতর তদন্তের জন্য কলকাতার রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরে (ডিআরআই) হস্তান্তর করা হয়েছে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM