বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

যশোরেশ্বরী মন্দিরে চুরি হওয়া মোদীর উপহারের মুকুট উদ্ধারের দাবি ভারতের

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার যশোরেশ্বরী কালী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহার দেওয়া সোনার মুকুট চুরির ঘটনা তদন্ত ও মুকুটটি উদ্ধারের দাবি জানিয়েছে ভারত। শুক্রবার (১১ অক্টোবর) ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ দাবি জানায়।

হাইকমিশনের এক বার্তায় উল্লেখ করা হয়, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে সাতক্ষীরা জেলার যশোরেশ্বরী কালী মন্দিরে যে মুকুট উপহার দেওয়া হয়েছিল, সেটি চুরি হয়ে যাওয়ার খবর আমরা দেখেছি। আমরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি এবং চুরির তদন্ত, মুকুট উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দির থেকে ওই সোনার মুকুট চুরি হয়। ঘটনার পর মন্দিরের সিসি ক্যামেরার ফুটেছে এক যুবককে মুকুটটি নিয়ে চলে যেতে দেখা গেছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM