বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

তুর্কমেনিস্তানে পুতিন, বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফোরামে যোগ দিতে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে ‘ইন্টাররিলেশন অফ টাইমস অ্যান্ড সিভিলাইজেশনস-বেসিস অফ পিস অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক ফোরামে অংশ নেবেন পুতিন।

আন্তর্জাতিক ফোরামের এক ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দেখা করবেন রুশ প্রেসিডেন্ট।

এবারের আন্তর্জাতিক ফোরামে সাংহাই সহযোগিতা সংস্থা, অর্থনৈতিক সহযোগিতা সংস্থা, অর্গানাইজেশন অফ তুর্কিক স্টেটস, কমনওয়েলথ অফ ইন্ডিপেনডেন্ট স্টেটস, অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন এবং ইউনাইটেডসহ আন্তর্জাতিক সংস্থার প্রধানদের পাশাপাশি দশটিরও বেশি রাষ্ট্র নায়করা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাতের সময়, দ্বিপাক্ষিক সমস্যা এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে পুতিনের। যা নিশ্চিত করেছেন প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ। এছাড়াও অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়ে এই দুই নেতার আলোচনা হবে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM