মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

এদিন টস জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হাইলি ম্যাথিউস আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। বাংলাদেশ এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে।

আসরে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে দ্বিতীয় ম্যাচে ইংলিশ নারীদের হারানোর সুযোগ পেয়েও ব্যাটিং ব্যর্থতায় সেটি করতে পারেনি বাংলাদেশ। তাই সেমিফাইনালের দৌঁড়ে টিকে থাকতে এই ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প নেই।

বাংলাদেশ একাদশ: সাথী রানী, দিলারা আক্তার, শোভানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক/ উইকেটকিপার), তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM