বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

সরকারি বাসভবন থেকে বের করে দেওয়া হলো দিল্লির মুখ্যমন্ত্রীকে

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে সরকারি বাসভবন থেকে বের করে দেওয়া হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সিভিল লাইনসের সরকারি বাসভবন থেকে তাকে উচ্ছেদ করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, অতিশীকে সরানোর পর বাসভবনের আসবাবপত্রসহ অন্যান্য জিনিস বাইরে রেখে বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছে দেশটির পূর্ত দপ্তর। এরপর অতিশী নিজ বাসভবনে ফিরে যান। সেখানে থেকেই দাপ্তরিক কাজ করছেন। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এ ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী অতিশী দমে যাননি। ব্যক্তিগত বাসভবন থেকে রাজ্য সামলাচ্ছেন।

এর আগে সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে প্রাপ্য সরকারি বাসভবনে উঠেন অতিশী। কিন্তু ৪৮ ঘণ্টা না কাটতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় পূর্ত দপ্তর। দপ্তরটির দাবি, অতিশী সরকারিভাবে বাড়িটি পূর্ত দপ্তরের থেকে নেননি। ওই বাড়ির চাবি অতিশী সরাসরি নিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছ থেকে। যা আইন বিরুদ্ধ। আগে কেজরিওয়াল দপ্তরকে বাড়ি বুঝিয়ে দেবেন; পরে দপ্তর কাগজপত্র ঠিক করে অতিশীর কাছে বাড়িটি হস্তান্তর করবেন।

এ নিয়ে আম আদমি পার্টি (আপ) ক্ষোভ প্রকাশ করেছে। তাদের দাবি, অতিশী আইন মেনে বাড়িতে উঠেছেন। তার সঙ্গে অন্যায় করা হয়েছে। এ জন্য কেন্দ্র সরকার বিজেপিকে দুষছেন তারা।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM