নিউজ ডেস্ক: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দেশের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। তারা বলেছেন, সরকার যদি চায়, তাহলে তাদের প্রশিক্ষিত সদস্যরা ট্রাফিক কন্ট্রোলে সহায়তা করতে প্রস্তুত। দীর্ঘদিন ধরে স্বৈরাচার পতনের পর পীর সাহেব চরমোনাইয়ের কর্মীরা দক্ষতার সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং তারা আবারও দেশের প্রয়োজনে দায়িত্ব নিতে প্রস্তুত।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব চত্বরে যানজট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। তারা অভিযোগ করেছেন, রাজধানীর যানজট সমস্যার সমাধানে সরকার ব্যর্থ হয়েছে। যদি সরকার দ্রুত সমস্যার কারণ খুঁজে বের না করে, তাহলে জনগণের মধ্যে সরকারের প্রতি অবিশ্বাস বাড়তে পারে। বক্তারা বলেন, যানজটের পেছনে পুলিশের গাফিলতি এবং পুরনো পদ্ধতি দায়ী।
মানববন্ধনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি মাওলানা আল আমিন সোহাগ সভাপতিত্ব করেন এবং নগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী।
মাওলানা নেছার উদ্দিন বলেন, সরকার যদি চায়, তারা ইসলাম যুব আন্দোলনের সদস্যদের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজে লাগাতে পারে। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকার সিন্ডিকেট ভাঙতে পারেনি, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, “দেশের সংকটে আমরা সবাই লড়াই করেছি, কিন্তু একটি সিন্ডিকেটের কারণে সবাইকে কষ্ট করতে হবে, এটা মেনে নেওয়া যায় না।”
মুফতী মানসুর আহমদ সাকী বলেন, যখন গরমে ও যানজটে মানুষ ভোগান্তিতে, তখন ট্রাফিক পুলিশরা গল্প-গুজবে ব্যস্ত থাকে। তিনি বলেন, পুলিশের কার্যক্রম ঠিকভাবে না হওয়ার কারণ খুঁজে বের করা জরুরি। তিনি অন্তর্বর্তী সরকারকে বললেন, সাহসের সাথে সংস্কার করতে এবং উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনগুলো তাদের পাশে থাকবে।
আরএস