রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ৩ বাংলাদেশি দগ্ধ

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার জোহর রাজ্যের একটি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ জন বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় সুলতানাহ আমিনাহ হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে কারখানার ভেতরে থাকা তিন বাংলাদেশি শ্রমিকের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। দমকলকর্মীরা পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। তবে ওই তিন বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ইস্কান্দার পুতেরির ফায়ার স্টেশনের অপারেশন কমান্ডার মোহাম্মদ ফাইজ সুলেমান জানান, বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত বেশ কয়েকটি অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে ৬টি ফায়ার স্টেশনের ৮টি ফায়ার ইঞ্জিন কাজ শুরু করে। কয়েকঘণ্টার চেষ্টায় বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, চারটি কারখানার মধ্যে একটি লজিস্টিক গুদাম ৮০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি রাসায়নিক কোম্পানির তিনটি কারখানা ৯০ শতাংশ পুড়ে গেছে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM