বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

গোপনে পুতিনকে কোভিড টেস্ট কিট পাঠিয়েছিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিজের বাইতে তুলে ধরেছেন প্রবীণ সাংবাদিক বব উডওয়ার্ড। যেখানে
তিনি দাবি করেছেন, ২০২১ সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হারানোর পরও অন্তত ৭ বার কথা বলেছেন দুজনে। পুতিনকে গোপনে বেশকিছু কোভিড টেস্ট কিটও পাঠিয়েছেন ট্রাম্প।

প্রবীণ এই সাংবাদিক লেখকের মতে, এই দুই নেতার ঘনিষ্ঠতা সম্পর্কে সাধারণ মানুষ যা জানে। তার চেয়েও বেশি ঘনিষ্ঠতা রয়েছে দু’জনের।

বব উডওয়ার্ডের আসন্ন বই, ‘ওয়ার’ আগামী ১৫ অক্টোবর প্রকাশিত হবে। যেখানে ট্রাম্প এবং পুতিনের ঘনিষ্ঠতার উপর আলোকপাত করেছেন উডওয়ার্ড।

বইতে উডওয়ার্ড লিখেছেন, ‘২০২০ সালে যখন বিশ্ব করোনাভাইরাস প্রাদুর্ভাবের সাথে লড়াই করছে, তখন ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত ব্যবহারের জন্য পুতিনের কাছে কিছু কভিড পরীক্ষার কিট পাঠিয়েছিলেন, যেগুলি দুষ্প্রাপ্য এবং সেই সময়ে সহজলভ্য ছিল না।’

পুতিন, করোনা প্রাদুর্ভাবের প্রথম দিনগুলিতে নিজেকে বিচ্ছিন্ন করেছিলেন এবং ভাইরাসে আক্রান্ত হওয়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন। পরে ট্রাম্পের থেকে টেস্ট কিট উপহার পেলেও তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্টকে বিষয়টি গোপন রাখার জন্য অনুরোধ করেছিলেন। যা নিয়ে পুতিনকে উদৃত করে উডওয়ার্ড লিখেছেন, ‘দয়া করে কাউকে বলবেন না যে আপনি এগুলি আমাকে পাঠিয়েছেন।’

বইয়ের তথ্য অনুসারে, পুতিন ট্রাম্পকে রাজনৈতিক পতন থেকে রক্ষা করার জন্য উপহারটি সর্বজনীন না করতে বলেছিলেন। যদিও ট্রাম্পের প্রথম প্রতিক্রিয়া ছিল ‘আমি এসবে পাত্তা দিই না’। তবে পুতিন জোর দিয়েছিলেন, ‘আমি চাই না আপনি কাউকে বলুন কারণ লোকেরা আমাকে নয়, আপনার উপর ক্ষিপ্ত হবে। তারা পাত্তা দেয় না। আমার সম্পর্কে।’

এদিকে বব উডওয়ার্ডের লেখা এসব তথ্যকে বানানো গল্প বলে উল্লেখ্য করেছেন ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনের কমিউনিকেশন ডিরেক্টর স্টিভেন চেউং। তিনি বলেন, ‘বব উডওয়ার্ডের বানানো গল্পগুলোর কোনোটিই সত্য নয়। ট্রাম্প নতুন বইয়ের জন্য মিস্টার উডওয়ার্ডকে অ্যাক্সেস দেননি।’

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM