মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

সালমানকে ভুলতে পারছেন না ইউলিয়া

বিনোদন ডেস্ক: বহু নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বলিউডের ভাইজান সালমান খান। অথচ বয়স ৬০ ছুঁই ছুঁই হলেও এখনো বিয়ের পিঁড়িতে বসতে পারেননি তিনি। সালমানের প্রেম-বিয়ে নিয়ে সারা বছর চর্চা লেগেই থাকে।

সালমানের প্রকাশিত সবশেষ প্রেমিকার তালিকায় ছিলেন বিদেশিনী মডেল ইউলিয়া ভান্তুর। দীর্ঘদিন প্রেম করেও বিয়ে অবধি যায়নি এ জুটি। তবে নায়কের জন্মদিনের অনুষ্ঠান হোক বা পারিবারিক জমায়েত সব জায়গাতেই দেখা মেলে মডেল ইউলিয়া ভান্তুরের।

একটা সময় ক্যাটরিনা কাইফের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন সালমান। ভক্তরা আশার আলো দেখেছিলেন হয়তো ঐশ্বরিয়ার কষ্ট ভুলে এই সুন্দরীর ঘর বাঁধবেন সালমান। কিন্তু না সেটি হয়নি। ২০১৬ সালে ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভেঙে যায় তার।

এরপর রোমানিয়ান সংগীতশিল্পী ও অভিনেত্রী ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে জড়ান দাবাং তারকা। এই সম্পর্কে প্রায় আট বছর ধরে ছিলেন তারা। একটা সময় সালমানের খানবাড়িতে থাকা শুরু করেন ইউলিয়া। অনেকেই ভেবেছিলেন- ইউলিয়ার সঙ্গে হয়তো থিতু হবেন ভাইজান। কিন্তু না তেমন কিছুই হয়নি। বরং একাধিকবার তাদের প্রেম ভাঙার খবর প্রকাশ্যে এসেছে।

এদিকে সম্প্রতি দুবাইয়ে বলিউডের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মডেল ইউলিয়া। সেখানে ছিলেন না সালমান। তবুও অভিনেতাকে নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন ইউলিয়া। যেখানে সালমান প্রসঙ্গ উঠতেই ইউলিয়া বলেন, ‘আমি তাকে কি ভুলতে পারি! আমার মনেই আছেন উনি।’

এর আগে গত বছর একটি টকশোতে সালমান খান নিজেই স্বীকার করেছেন, প্রেমিকাদের দোষ নয়; বরং দোষ রয়েছে তার মধ্যেই। যে কারণেই সম্পর্ক স্থায়িত্ব হয়নি।

দীর্ঘ ক্যারিয়ারে সংগীতা বিজলানি, সোমি আলী, ঐশ্বরিয়া রায়, ক্যাটরিনা কাইফ, ক্লদিয়া সিয়াসলারের সঙ্গে সালমানের প্রেম ছিল বলে খবর চাউর রয়েছে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM