মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

ম্যাডোনার মনভাঙ্গা পোস্ট

বিনোদন ডেস্ক: সম্প্রতি ছোট ভাই নৃত্যশিল্পী ক্রিস্টোফার সিকোনিকে হারিয়েছেন বিশ্বখ্যাত পপ সম্রাজ্ঞী ম্যাডোনা।
দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, ভাইকে নিয়ে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক মনভাঙ্গা পোস্ট দিয়েছেন ম্যাডোনা।
দীর্ঘ এক স্ট্যাটাসে ম্যাডোনা লেখেন, ‘আমার ভাই ক্রিস্টোফার চলে গেছে। এতদিন সে আমার সবচেয়ে কাছের মানুষ ছিল। আমাদের মানসিক বাঁধন ব্যাখ্যা করা কঠিন। আমরা আলাদা ছিলাম আর সমাজ আমাদের কঠিন সময় দিয়েছিল, যা বোঝানো সম্ভব নয়।’
ম্যাডোনা আরও লেখেন, ‘শৈশবে একে অপরের হাত ধরে উন্মাদনায় নাচতাম। প্রকৃতপক্ষে, ওই নাচটা আমাদের কাছে ছিল এক ধরনের সুপারগ্লু, যা আমাদের একসাথে আটকে রেখেছিল।’
সিকোনির অসুস্থতা নিয়ে ম্যাডোনা লেখেন, ‘গত কয়েক বছর সহজ ছিল না। ভাইয়ের সাথে কথা হতো না। কিন্তু ও অসুস্থ (ক্যানসার) হয়ে পড়লে আমরা মান-অভিমান ভুলে একে অপরের কাছে ফিরে আসার পথ খুঁজেছি।’
ভাইকে বাঁচানোর চেষ্টার কথা উল্লেখ করে ম্যাডোনা লেখেন, ‘আমি যতটা সম্ভব তাকে বাঁচিয়ে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। শেষের দিনগুলোতে ব্যথায় কষ্ট পেয়েছে আমার ভাই। আমি তখন শক্ত করে ওর হাত ধরেছি। আমরা একসঙ্গে নেচেছি। কিন্তু শেষ পর্যন্ত আমি খুশি যে, সেই যন্ত্রণা বেশিদিন ওকে ভোগ করতে হয়নি।’
প্রসঙ্গত, একাধারে কবি, চিত্রশিল্পী, ডিজাইনার ও নৃত্যশিল্পী ছিলেন ক্রিস্টোফার সিকোনি। গত রোববার ক্যানসারে ৬৩ বছর বয়সে সিকোনির মৃত্যুতে ভেঙে পড়েন পপ তারকা ম্যাডোনা। ভাইয়ের মৃত্যু নিয়ে কোনো কথাই বলেননি কোনো সংবাদমাধ্যমে। এবার নিজেকে সামলিয়ে ছোটভাইকে নিয়ে ইনস্টাগ্রাম এক হৃদয়ভাঙা পোস্ট দেন বিশ্ব মাতানো পপ সম্রাজ্ঞী।

আরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM