রবিবার | ১৮ জানুয়ারি, ২০২৬ | ৪ মাঘ, ১৪৩২

ফখরুল খসরু রিজভী ৫ বছর আগের মামলায় খালাস

নিজস্ব প্রতিবেদক: ৫ বছর আগের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

ঢাকার বিচারিক আদালত বুধবার এ আদেশ দেন।

২০১৮ সালের ১৬ আগস্ট ইলেক্ট্রিক ডিভাইসের মাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানি দেওয়ার অভিযোগে তেজগাঁও থানার আমলী আদালতে মামলাটি করেছিলেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক।

দীর্ঘদিন ধরে মামলার বাদী আদালতে উপস্থিত না হওয়ায় আদালত আসামিদের খালাস দিয়েছেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM