মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর হাতে ভুয়া সিআইডি আটক

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে মো. সোহেল নামে এক ভুয়া সিআইডিকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত সোহেল পটুয়াখালী জেলার মির্জাপুর উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সোহেল মদ খেয়ে উত্তর তেমুহনী এলাকায় শাখায়েত হোসেন নামে এক ব্যবসায়ীকে মারধর করে। এটি দেখে বণিক সমিতির এক সদস্য সেনাবাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী এসে তাকে আটক করে নিয়ে যায়। ভুক্তভোগী ব্যবসায়ী শাখায়েত লক্ষ্মীপুর বাজারের তৌহিদিয়া স্টোরের স্বত্বাধিকারী।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর প্রেস ক্লাব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশ থেকে বরখাস্ত সোহেল নামে একজন পুলিশের ভুয়া আইডি কার্ডধারীকে সন্ত্রাসী কর্মকাণ্ড করার সময় একটি চাইনিজ চাকুসহ আটক করা হয়। জব্দ হওয়া সরঞ্জামসহ তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আবদুল মুন্নাফ বলেন, আটককারীকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় ভুক্তভোগীকে বাদী করে মামলার প্রস্তুতি চলছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM