মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

কুমিল্লার সাবেক এমপি বাহার ও মেয়র তাহসীন বাহারের সম্পদের তদন্তে দুদক

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সুচনা এবং তার বাবা ও কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক।

আজ মঙ্গলবার তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে বলে দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাহার ও তার মেয়ে ছাড়াও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধেও দুর্নীতির বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

এছাড়া, সাবেক এলজিআরডি মন্ত্রীর সাবেক পিএস কামাল হোসেনের বিরুদ্ধেও দুদক তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

বাহাউদ্দীন বাহার ও তার মেয়ে তাহসীন বাহার সূচনার বিরুদ্ধে ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট কুমিল্লার কোটবাড়ী এলাকায় এক তরুণ নিহতের ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM