মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

রায়হান রাফির নতুন ওয়েব সিরিজে দীঘি

বিনোদন ডেস্ক: দুই বছর আগে পরিচালক রায়হান রাফির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।পরিচালকের বিরুদ্ধে তার অভিযোগ ছিল- তাকে ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য চূড়ান্ত করেও পরবর্তীতে তাকে বাদ দিয়ে নিজের প্রেমিকাকে নায়িকা করেছেন। যদিও পরে দীঘির ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন পরিচালক। তারপরই ঢালিপাড়া সরগরম হয়ে উঠে। দীর্ঘদিন পর সেই গরম এখন শীতল হয়ে এসেছে।

জানা গেছে, রায়হান রাফির পরিচালনায় নতুন একটি ওয়েব সিরিজে কাজ করছেন দীঘি।নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে সিরিজটিতে রায়হান রাফির পরিচালনায় দেখা যাবে দীঘিকে। আর সিরিজের মূল চমক হিসেবে থাকবেন অভিনেতা জাহিদ হাসান।

আরও জানা গেছে, দীঘি ও জাহিদ হাসানের সঙ্গে এরই মধ্যে কতাবার্তা সেরেছেন পরিচালক রায়হান রাফি।তবে এখনো প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিবদ্ধ করা হয়নি।

সিরিজটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, জুলাই-আগস্টে সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা ছিল।কিন্তু সেটি সম্ভব হয়নি। নতুন শুটিং শিডিউল এখনও ঠিক হয়নি।

রাফির সঙ্গে কাজের প্রসঙ্গে দীঘি গণমাধ্যমকে বলেন, সেটা রাফিই ভালো উত্তর দিতে পারবেন। ভালো গল্প-চরিত্র হলে আমার কাজ করতে কোনো অসুবিধা নেই। যদি আমাকে তার সিনেমার জন্য যোগ্য মনে করেন তাহলে নেবেন।

তবে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় সংশ্লিষ্টরা।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM