মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

ওসমানী হাসপাতালে ভর্তি সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নান

নিজস্ব প্রতিবেদক: সাবেক পরিকল্পনামন্ত্রী ও সংসদ সদস্য এম এ মান্নানকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সোয়া ১০টায় হাসপাতালের তৃতীয় তলার ১৩ নম্বর কেবিনে ভর্তি করা হয় সাবেক পরিকল্পনা এমএ মান্নানকে। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনায় তাকে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন জানান, সাবেক পরিকল্পনামন্ত্রীর ডায়াবেটিস ও হার্টের সমস্যা থাকায় মেডিক্যাল চেকাপের জন্য সকাল ১০টায় ওসমানী হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা বিবেচনা করে হাসপাতালে ভর্তি করেন। তার নিরাপত্তায় জেল পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, সাবেক মন্ত্রী এম এ মান্নানকে বার্ধক্যজনিত কারণসহ অন্যান্য অসুস্থতায় কারাগার থেকে হাসপাতাল পাঠানো হয়। চিকিৎসকরা তার অবস্থা দেখে ভর্তি করার পরামর্শ দেন। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে প্রধান করে তার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হবে বলেও জানান সৌমিত্র চক্রবর্তী।

এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM