মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

লাইফ সাপোর্টে স্বামী, দোয়া চাইলেন আলোচিত নারী উদ্যোক্তা তনি

বিনোদন ডেস্ক: জীবনের সব থেকে কঠিন সময় পার করছে দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। কারণ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তনির স্বামী। আর তাই অসুস্থ স্বামীকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে নেওয়া হয়েছে।
গতকাল সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়ে তনি লিখেছেন,‘জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি, আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা।’
সবার কাছে দোয়া চেয়ে তনি শেষে লেখেন, ‘সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে।’
এর আগে, অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে ভর্তি ছিলেন রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন।
প্রসঙ্গত, তনির স্বামীও একজন সফল ব্যবসায়ী। তনি ও তাঁর স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যেক্তা। এসবে তার কোনও তোয়াক্কা নেই। তিনি দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে। শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে।

আরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM