সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

সরিয়ে দেওয়া হলো বিটিভির ডিজি জাহাঙ্গীরকে

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (ডিজি) ড. মো. জাহাংগীর আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাকে বদলি করে রোববার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জাহাংগীরকে গত বছরের ৫ জুন প্রেষণে বিটিভির মহাপরিচালক নিয়োগ দিয়েছিল সরকার।

বিটিভিতে যোগদানের আগে জাহাঙ্গীর আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অনুবিভাগের দায়িত্বে ছিলেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। এআরএস

 

 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM