রবিবার | ১৮ জানুয়ারি, ২০২৬ | ৪ মাঘ, ১৪৩২

এএসপি কাফীকে ২৪ ঘণ্টায় পাসপোর্ট দেওয়া কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফীকে জালিয়াতি করে পাসপোর্ট দেওয়ার অভিযোগে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক (ডিএডি) জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার বিকেলে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এ টি এম আবু আসাদ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, ‘এই ঘটনার তদন্ত চলছে। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পাশাপাশি এ ধরনের ঘটনার যাতে কোনো পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখছি।’

ঢাকা জেলার বরখাস্তকৃত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আবদুল্লাহিল কাফী গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের আগে সাভারে ছাত্র–জনতার আন্দোলনে নিহতদের লাশ পোড়ানোর ঘটনার মামলার আসামি।

সরকার পতনের পর সরকারি পাসপোর্টধারী কাফী মিথ্যা তথ্য দিয়ে ও পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের ‘ম্যানেজ করে’ এক দিনেই সাধারণ পাসপোর্ট সংগ্রহ করেন।

নতুন পাসপোর্ট ব্যবহার করে দেশ ছাড়ার চেষ্টাকালে গত ২ সেপ্টেম্বর তাঁকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ। পরে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে তাঁকে কারাগারে পাঠানো হয়।

পাসপোর্ট অধিদপ্তরের সূত্র জানিয়েছে, গত ১৫ আগস্ট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস আগারগাঁওয়ে আগের অফিশিয়াল পাসপোর্টের তথ্য গোপন করে (যার নম্বর বিজি ০০১৭১৭২) জমা দিতে আসলে তার জমার সব প্রক্রিয়া শেষ করেন উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। কাফী নির্ধারিত ১০১ নম্বর কক্ষে না গিয়ে তিনি সরাসরি উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের ১০৩ নম্বর রুমে আবেদনের হার্ড কপি জমা দেন। সেটি তিনি ই–পাসপোর্টের ইন্টারভিউ মডিউলে জমার অনুমোদন দেন। মূলত তাঁর সহযোগিতায় আবদুল্লাহিল কাফী ওই দিন অতি জরুরি পাসপোর্টটি গ্রহণ করেন যার নম্বর–(এ ০৮৭৫৭০৪৬)।

বিষয়টি জানাজানি হওয়ার পর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাফীর পাসপোর্ট বাতিল করার নির্দেশ দেয়। এরপর তাঁর পাসপোর্ট বাতিল করা হয়।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM