মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

আওয়ামী লীগ নিষিদ্ধ করা জনগণের দাবি: জয়নুল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জনগণের দাবি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
সোমবার বেলা ১১টার দিকে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে বিএনপিপন্থী প্রতিবাদ সংগঠনের উদ্যোগে ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, আগামী নির্বাচন ও তারেক রহমান’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য বলেন, হাসিনা সরকার পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভারতের কাছ থেকে বন্দী বিনিময়ের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নির্বাচন কমিশন দ্রুত সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহবান জানান।
আলোচনা সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রতিবাদ সংগঠনের সভাপতি মো. ইব্রাহীম হোসেন, সাধারণ সম্পাদক মো. নবী হোসেনসহ প্রায় ১০০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM