রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

যে কারণে সৌরভের উপর ক্ষেপেছেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণকাণ্ড নিয়ে দুই বার প্রতিক্রিয়া জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। তবে তার প্রথম দফার প্রতিক্রিয়া নিয়ে শুরু হয় সমালোচনা। এ বিষয়ে তার নাম না উল্লেখ করে সমালোচনা করলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তিনি জানিয়েছেন সৌরভ সঞ্চালিত টেলিভিশন শো ‘দাদাগিরি’তে তিনি কখনো যাননি, যাবেনও না।
সৌরভের সেই প্রতিক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। তার এ প্রতিক্রিয়ার প্রতিবাদে নিজের ফেসবুক আইডিতে স্বস্তিকা লেখেন, ‘আমি কোনো দিন দাদাগিরিতে যাইনি। যাওয়া হয়নি। আর কোনো দিন যাব না। অ্যাক্সিডেন্টালি যাব না, সেটা নয়। নিজের ইচ্ছাতেই যাব না।’
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছ, আর জি করের ঘটনায় গত রবিবার প্রথমবারের মতো মুখ খোলেন সৌরভ গাঙ্গুলি। তিনি সেদিন বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে ভারত এবং বাংলা নারীদের জন্য নিরাপদ।’
যদিও গতকাল শনিবার মেয়ে সানার অফিসের এক অনুষ্ঠানে গিয়ে আর জি কর কাণ্ডের ফের প্রতিক্রিয়া জানান সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, ‘আমার আগের মন্তব্য কীভাবে ব্যাখ্যা করা হয়েছে জানি না। কিন্তু এটা একটা নারকীয় ঘটনা। এর কঠোর শাস্তি হওয়া উচিত।’
তিনি আরও লেখেন, ‘ধর্ষণ, খুন কোনো অ্যাক্সিডেন্ট নয়। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা তো নয়ই। আর আমাদের সুন্দর দেশে কোনো বয়সের মেয়েরাই সেফ নয়। কোনো রাজ্যেই নয়। এই দুই কাজ – রেপ এবং খুন ইচ্ছাকৃত (ইচ্ছাকৃত খুন)। যারা করেছে, যারা করে তারা ইচ্ছে করে করেছে/করে। জেনে বুঝে করেছে/করে! যাদের এখনও ঘুম ভাঙেনি, তাদের আর ভাঙবে না। আমাদের প্রিয় আইকন, আপনি এই হিংসাত্মক ঘটনাকে তুচ্ছ করে না দেখলেই পারতেন।’
সৌরভ বলেন, ‘পৃথিবীর যে কোনো প্রান্তে এই ধরনের ঘটনা ঘটলেই তার প্রতিবাদ হবে। আমাদের দেশের মানুষ যেভাবে প্রতিবাদ করছেন, সেটাও প্রত্যাশিত। এই ধরনের নারকীয় অপরাধীর কঠোর শাস্তি হওয়া উচিত।’
তবে আর জি কর কাণ্ডের প্রতিবাদে ভারতজুড়ে চিকিৎসকদের যে কর্মবিরতি চলছে সেটাও পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তিনি বলেন, “এই ধরনের ঘটনার প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু চিকিৎসকদের পেশা সমাজের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। হাজার হাজার মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেটাও ভাবতে হবে।’

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM