মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

বেশি দামে ডিম বিক্রি করায় চট্টগ্রামে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে অস্বাভাবিক দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৬ প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

এসময় তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেব নাথ ও মো. আনিছুর রহমান।

উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, রিয়াজউদ্দিন বাজারে ডিম, মুরগি, বিভিন্ন ধরনের সবজি, পেঁয়াজ, রসুন আদাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা না থাকা ও অস্বাভাবিক দামে ডিম বিক্রির অপরাধে মতিনের ডিমের দোকানকে ২০ হাজার টাকা, আবুল বশর সওদাগরের ডিমের দোকানকে ১০ হাজার টাকা, সালমা এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মূল্য তালিকা না থাকায় গরীবে নেওয়াজ মুরগির দোকানকে ৩ হাজার টাকা, শাহ আমানত পোল্ট্রি সেলস সেন্টারকে ৫ হাজার টাকা ও লোকমানের মরিচের পাইকারি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM