মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

জানি বাধা আসবে, তবুও থামবো না: সোহানা সাবা

বিনোদন ডেস্ক: কয়েকদিন আগেই ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী সোহানা সাবা। কারণ গ্রুপটির সক্রিয় সদস্যদের একজন ছিলেন তিনি। বর্তমানে পর্দায় না থাকলেও সাম্প্রতিক সময়ে বিতর্কিত কিছু কাজের জন্য সমালোচনায় রয়েছেন তিনি।

রোববার (৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন সাবা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—

‘কেউ থামায়নি, ইতিহাসের পথে চলা,

যুদ্ধজয়ের গল্পে আগামীর আশা জ্বলা।

জানি বাঁধা আসবে, তবু থামবো না কোনদিন,

দেশের জন্য আলো আনবোই আমরা, সেই দিন।’

পোস্টটি করার সঙ্গে সঙ্গে মন্তব্যের ঝড় উঠেছে সাবার কমেন্টসবক্সে। সেখানে অভিনেত্রী নিজেও এক কমেন্টে লেখেন, আরও সুন্দর সুন্দর(!) কমেন্ট পোস্ট করুন। অলরেডি ১০জনকে রিপোর্টসহ ব্লকলিস্টে পাঠিয়ে দিয়েছি। বরশি দিয়ে মাছ ধরার মতো কাজ করে এই কমেন্টসবক্স খোলা রাখাটা!

এর আগে, এক ফেসবুক পোস্টে সাবা বলেছিলেন, ‘ভেবেছিলাম সামনে অন্ধকার ঘন/দেখেছিলাম অশনি সংকেত ও রন/ সমুদয় পাল্টানো এই উপত্যকায়/নিজেকে ভুল প্রমাণ করে তবুও বিশ্বাস করতে চাই আলো আসবেই।’

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM