মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

বাংলাদেশে দুর্গাপুজোর জৌলুসে ভাটা, অনেক জায়গায় পুজো হবে না

ডেস্ক রিপোর্ট: ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় এক প্রতিবেদনে বলেছে, কোণঠাসা হয়ে পড়ছেন বাংলাদেশের হিন্দুরা। হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ বাড়ছে বলে অভিযোগ। সেখানে নির্বিঘ্নে দুর্গাপুজো করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী।
কিন্তু তারপরেও বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রতিমা ভাঙচুর করা হচ্ছে বলেও অভিযোগ। এই অবস্থায় বাংলাদেশে বেশ কিছু জায়গায় দুর্গাপুজো নাও হতে পারে জানা গিয়েছে। ইসলামপন্থী মৌলবাদীদের হুমকির জেরে বাংলাদেশে দুর্গাপুজোয় জৌলুসে ভাটা পড়তে চলেছে বলেও জানা গিয়েছে।

দুর্গাপুজোর আগে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে তাতে তাঁরা আতঙ্কিত বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি মনীন্দ্রকুমার নাথ। তিনি জানান, এ বার উৎসাহের সঙ্গে দুর্গাপুজো করতে তাঁরা ভয় পাচ্ছেন। বাংলাদেশের হিন্দু সংগঠনের অন্যতম নেতা শেখরচন্দ্র গোলদার জানিয়েছেন, এই ভয়ের পরিবেশে অনেকেই হয়ত চলতি বছর আর দুর্গাপুজো করবেন না। হুমকির জেরে অনেকেই দুর্গাপুজো বাতিল করেছেন।

শেখরচন্দ্র বলেন, ‘এ বারের পুজো অনেকটাই জৌলুসহীন হচ্ছে। অনেক জায়গাতেই এ বার পুজোর আয়োজন করা যাচ্ছে না। বেশ কয়েকটি কমিটি পুজো না করার সিদ্ধান্ত নিয়েছে। হুমকির জেরে দুর্গাপুজো চলাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গানবাজনাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন অনেকেই।’

এর আগেও পুজোর সময়ে বাংলাদেশে অশান্তি হয়েছে। কিন্তু এবারের পরিস্থিতি পুরো আলাদা বলে জানাচ্ছেন বাংলাদেশের হিন্দু সংগঠনের নেতা এবং পুজোর আয়োজকরা। মনীন্দ্রকুমার নাথ বলেন, ‘ চলতি বছরে পুজোর সময়ে সব ধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে মুহাম্মদ ইউনূসের সরকার। কিন্তু তারপরেও অনেকেই আশ্বস্ত হতে পারছেন না।’

কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় পুজো করতে হলে ৫ লক্ষ টাকা করে ‘চাঁদা’ দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই সঙ্গেই প্রতিমা বিসর্জন করতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছে ইসলামপন্থী সংগঠন। লতি বছরে ৩২ হাজারের বেশি দুর্গাপুজো হওয়ার কথা। কিন্তু শেষ পর্যন্ত ঠিক মতন পুজোর আয়োজন করা যাবে না কি না তা নিয়েও অনেকেই এখনও সন্দিহান বলে জানান তিনি।

এ সবের মধ্যেই ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশকে বার্তা দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, একাধিক ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিয়ে ভারত সরকার অত্যন্ত উদ্বিগ্ন। সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশের প্রশাসন বলে আশা করছে ভারত।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM