মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

সিরাত মাহফিল থেকে খেলাফত আন্দোলন আমিরের ঐক্যের ডাক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) প্রধান আমির শরীয়ত মাওলানা আবু জাফর কাশেমী বলেছেন, শুধু সিরাত আলোচনা বা শুনলেই হবে না। আজ আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। সেটা হচ্ছে ঐক্যের সিদ্ধান্ত। ঐক্যের মাধ্যমে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগের মতো স্বৈরশাসন যেন আবারো মাথার ওপরে ছায়া করতে না পারে। সেজন্য আপসের ভিত্তিতে আমাদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার (৫ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান মাঠে জাতীয় সিরাত উদযাপন কমিটি আয়োজিত সিরাতুন্নবী (সা.) মাহফিলে তিনি এ কথা বলেন।

মাওলানা আবু জাফর কাশেমী বলেন, দীর্ঘদিন পর খোলা আকাশের নিচে রাসূল (সা.) এর সিরাত আলোচনা হচ্ছে। বিগত স্বৈরাচারী সরকার আমাদের বাকস্বাধীনতা রুদ্ধ করে রেখেছিল। এরকম মাহফিল করার অনুমতি দেওয়া হতো না।

তিনি বলেন, শুধু আজ সিরাত আলোচনা করা বা শুনলেই হবে না, একটা সিদ্ধান্তে আসতে হবে। সেটা হচ্ছে ঐক্যের সিদ্ধান্ত। ঐক্যের মাধ্যমে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগের মতো স্বৈরশাসন যেন আবারো মাথার ওপরে ছায়া করতে না পারে। এদেশে অনেক ওলামায়ে কেরাম ছাত্র-জনতা শাহাদাত বরণ করেছেন। এসব শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। আমরা আশা করি এদেশে ওলামায়ে কেরামের ঐক্যের মাধ্যমে আল্লাহ রাসূলের সিরাত বাস্তবায়ন করা হবে।

তিনি সকলের প্রতি আহ্বান রেখে বলেন, আমরা আপসের ভিত্তিতে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ বলেছেন ‘ওয়া তাছিমু বিহাব লিল্লাহি ওয়া জামিয়াও তাফারাকু।’ শক্তভাবে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরতে হবে। হাফেজ্জি হুজুরের আহ্বান ছিল, এক হও এক হও। আমাদের এক হয়ে আল্লাহর আইন ও রাসূলের আদর্শ বাস্তবায়নে কাজ করে যেতে হবে।

মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৩টায় শুরু হওয়া সিরাতুন্নবী মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের আল জাবের আল মাদানী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইয়েদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি মাওলানা মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, শায়খ মাওলানা আব্দুল হামিদ, ড. মুফতি আবু ইউসুফ খান, মাওলানা শাখাওয়াত হোসাইন রাজী, ড. খলিলুর রহমান মাদানী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, প্রফেসর ড. রফিকুর রহমান মাদানী, মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা ড. জাকারিয়া নূর, শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন, হাফেজ মাওলানা মুফতি আমীর হামজা।

অনুষ্ঠানের বক্তব্যের ফাঁকে ফাঁকে ইসলামী সঙ্গীত পরিবেশন পরিবেশন করছেন সাইমুম, মহানগর, অনুপম, জাগরণ, সওগাত নিমন্ত্রণ শিল্পীগোষ্ঠীসহ দেশের খ্যাতনামা শিল্পী গোষ্ঠী ও শিল্পীবৃন্দ।

এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM