মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

প্রয়োজনে উপদেষ্টাদের মধ্যেও সংস্কার আনতে হবে: জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক: উপদেষ্টাদের ইসলামী ভাবধারা মেনে চলার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, প্রয়োজনে উপদেষ্টাদের মধ্যেও সংস্কার আনতে হবে।

শনিবার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় একথা বলেন সাবেক এই এমপি।

বিগত সরকার শিক্ষা ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে অভিযোগ করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, একজন শিক্ষক যখন জাল সার্টিফিকেট করে চাকরি নেন, ৫ শতাংশ ভোটকে যখন ৫৫ শতাংশ করেন, তখন আর সেই শিক্ষকের সম্মান কিংবা শিক্ষার মান বলে কিছু থাকে না। তাই সবাইকে শিক্ষিত হওয়ার পাশাপাশি চরিত্রবান হওয়ার আহ্বান জানান নায়েবে আমির। এ সময় শিক্ষকদের জন্য যথাযথ বেতন কাঠামো তৈরিরও দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে চুরি, দুর্নীতির সঙ্গে জড়িতরা শিক্ষিত হলেও চরিত্রহীন ছিলেন।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর নূর নবী মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM