মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

টিসিবির পণ্যসহ আটক বিএনপির সেই সভাপতিকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: টিসিবি পণ্য চাল-ডাল ও তেলসহ আটক নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়াকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ নীতি বিরোধী কাজ করায় তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঞা মজনু স্বাক্ষরিত দলীয় প্যাডে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবুল হাসেম ভূঁইয়া পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামের মৃত আব্দুল জব্বর ভূঁইয়ার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য কেন্দুয়া উপজেলার ১৩ নং পাইকুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়াকে সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসঙ্গে সিনিয়র সহসভাপতি আব্দুস সালামকে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব দেওয়া হলো।

উল্লেখ্য, বুধবার (২ অক্টোবর) পাইকুড়া ইউনিয়নের মিয়া হোসেন মার্কেট এলাকায় মেসার্স আয়েশ ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের এক প্রতিনিধি টিসিবির পণ্য বিক্রি শুরু করতে যান। এ সময় স্থানীয় বিএনপি নেতারা প্রভাব খাটিয়ে এসব পণ্য কেড়ে নিয়ে যান। পরে স্থানীয়দের অভিযোগের মাধ্যমে বিষয়টি সেনাবাহিনী জানতে পারে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে মদন অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. সেলিম মিয়ার নেতৃত্বে যৌথ বাহিনী বিএনপি নেতা আবুল হাসেম ভূঁইয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে টিসিবির ১৮০ কেজি চাল, ৭০ কেজি মসুর ডাল ও ৭২ লিটার সয়াবিন তেল উদ্ধারসহ তাকে আটক করে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে কেন্দুয়া থানায় আবুল হাশেম ভূঞাকে প্রধান আসামি করে একটি মামলা করা এবং শুক্রবার সকালে তাকে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM