নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের কাছে ৮ দফা দাবি জানিয়েছে সম্মিলিত সংখ্যালঘু জোট। সেইসঙ্গে সংখ্যালঘু সুরক্ষা আইন তৈরির দাবিও জানান তারা।
শুক্রবার (৪ অক্টোবর) কেন্দ্রীয় শহিদ মিনারে দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও দোষী ব্যক্তিদের বিচারসহ আট দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ করে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট।
এ সময় বক্তরা বলেন, ৮ দফা দাবি আদায় ও বিভিন্ন জায়গায় হামলার বিচার না হলে আন্দোলনের মাঠা ছাড়বো না।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তারা আরও বলেন, দেশের সংখ্যালঘু নিরাপত্তার জন্য দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে হবে।
আগামী পূজার দশ দিন পর চট্টগ্রালের লালদিঘিতে মহাসমাবেশ ঘোষণা দেন তারা।
একে