মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

জার্সিতে প্রিয়জনদের নাম নিয়ে বিশ্বকাপে দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশেষ নকশার জার্সি পরে খেলছেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা। জার্সির কলারের অংশে থাকছে তাদের পাঁচ প্রিয়জনের নাম।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে প্রোটিয়ারা। এই ম্যাচের আগে সামাজিক মাধ্যমে বিষয়টি জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

এই উদ্যোগের ঘোষণা দেওয়ার পাশাপাশি বিশ্বকাপজুড়ে সমর্থকদের একত্রিত রাখতে বিশেষ এক বার্তার কথাও জানায় সিএসএ।

সবসময় উদীয়মান- আমার জন্য, তার জন্য, তাদের জন্য, সবার জন্য, দক্ষিণ আফ্রিকার জন্য, প্রোটিয়াদের জন্য।

আইসিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা কলারের অংশে তাদের প্রিয়জনদের নাম লেখা জার্সি পরবে। সেটি হতে পারে, বাবা-মা, ভাই-বোন, বন্ধু কিংবা যে কোনো কাছের মানুষ।

প্রথমবার দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া লরা উলভার্ট তার জার্সির কলারে লিখিয়েছেন মা, বাবা, লুকা (ছোট ভাই), দাদী ও কোচ লরি ওয়ার্ডের নাম। উলভার্টের বিশ্বাস, এতে মাঠে বাড়তি প্রেরণা পাবেন তারা।

টুর্নামেন্ট চলাকালে বাড়ির একটি চিহ্ন নিজের সঙ্গে রাখা আমাকে শক্তি জোগাবে। আমি জানি, সেখানে (মাঠে) আমি একা নই। আমার কাছের মানুষরাও আমার সঙ্গে আছে।

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা। দুবাইয়ে আগামী ১২ অক্টোবর মুখোমুখি হবে এই দুই দল।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM