বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

হিজবুল্লাহর সম্ভাব্য প্রধানকে টার্গেট করে ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর থেকেই আলোচনায় হাসেম সাফিয়েদ্দিন। তিনি নাসরাল্লাহর মামাতো ভাই। তাকেই নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। এবার এই হাসেম সাফিয়েদ্দিনকে দুনিয়া থেকে সরিয়ে দিতে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালালো ইসরায়েল। তিনজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।

এক্সিওসের খবর অনুযায়ী, স্থানীয় সময় গত বুধবার (০২ অক্টোবর) রাতে বৈরুতে হিজবুল্লাহর নির্বাহী কমিটির প্রধান হাসেম সাফিয়েদ্দিনকে নিশানা করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তিনজন ইসরায়েলি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

হাসেম সাফিয়েদ্দিন নির্বাহী কাউন্সিলের প্রধান হিসেবে হিজবুল্লাহর রাজনৈতিক বিষয়গুলো তত্ত্বাবধান করেন। তিনি জিহাদ কাউন্সিলের সদস্য, যা প্রতিরোধ যোদ্ধাদলটির সামরিক কার্যক্রম পরিচালনা করে।

হাসেম সাফিয়েদ্দিন হাসান নাসরাল্লাহর মামাতো ভাই এবং তার মতোই একজন ধর্মীয় নেতা। তিনি মহানবী হযরত মোহাম্মদের (সা.) বংশধর হিসেবে পরিচিতমূলক কালো পাগড়ি পরেন। তাকে নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে।

একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, বৈরুতের দক্ষিণের একটি উপশহরে এই হামলা হয়েছে। সেখানে হিজবুল্লাহর অনেক স্থাপনা রয়েছে। হামলার সময় হাসেম সাফিয়েদ্দিন গভীর ভূগর্ভের একটি বাংকারে অবস্থান করছিলেন। তবে হামলায় তিনি নিহত হয়েছেন কিনা, তা এখনো স্পষ্ট নয়।

লেবাননের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত সপ্তাহে নাসরাল্লাহকে মারতে যে হামলা ইসরায়েল করেছে তার চেয়ে এবারের হামলা অনেক ভয়াবহ ছিল। তবে হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM