মঙ্গলবার | ২০ জানুয়ারি, ২০২৬ | ৬ মাঘ, ১৪৩২

আটকের ১০ দিনের মধ্যেই জামিন পেলেন বরিশাল ছাত্রলীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক: গ্রেপ্তারের ১০ দিনের মধ্যে জামিন পেলেন বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. আবু তাহের তাকে জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী কামরুল ইসলাম।

গত ২৪ সেপ্টেম্বর সুমন সেরনিয়াবাতকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করলে তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

একই মামলায় এর আগে গ্রেপ্তার হন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক শামীম। তিনি বরিশাল সদর-৫ আসনের সাবেক সংসদ সদস্য। এছাড়া ৯ কাউন্সিলরসহ ২১ জন আদালতে আত্মসমর্পণ করলে ২০ জনকে কারাগারে পাঠানো হয়। একজন কাউন্সিলর অসুস্থ থাকায় তাকে জামিন দিয়েছিলেন আদালত।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বরিশালে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৩ আগস্ট কোতোয়ালি মডেল থানায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩৮১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৬০০-৭০০ জনকে।

এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM