মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

সমালোচনা সহ্য করার ‘ট্রেনিং’ নিয়ে রিয়ালে এসেছেন এন্দ্রিক

স্পোর্টস ডেস্ক: গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে ছিলেন এন্দ্রিক। এদিন চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে রিয়ালের শুরুর একাদশের খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েন তিনি। এই সময়ে তার বয়স ছিল ১৮ বছর ৭৩ দিন।

রিয়ালের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইতিহাস গড়ার দিনে মাঠের পারফরম্যান্সে সাদা-মাটা ছিলেন এন্দ্রিক। ফলে শুরুর একাদশে তাকে খেলানো নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। তবে এন্দ্রিক মনে করেন, এসবে কান দিয়ে লাভ নেই। তিনি শুধু মাত্র টিম ম্যানেজমেন্টের পরামর্শ কানে নেন।

এ প্রসঙ্গে এনদ্রিক বলেছেন, ‘সত্যি বলতে কে কোথায় কী বলছে, সেসব আমি দেখি না। এটাই ফুটবল। যখন আপনি গোল করবেন, সবাই আনন্দিত হবে। যখন হারবেন, সবাই ছুড়ে ফেলবে।’

রিয়ালে আসার আগে দুই মৌসুম ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলেছেন এনদ্রিক। সেখানেই সমালোচনা সামাল দিতে শিখেছেন। তিনি বলেন, ‘এসব আমার সঙ্গে আগেও ঘটেছে, যখন পালমেইরাসে খেলতাম। আমি শিখেছি এসব উপেক্ষা কীভাবে করতে হয়। এটা কোনো ব্যপার নয়—এ নামের বোতামটায় একটা চাপ দিই। আমি শুধু কোচ আর সতীর্থদের পরামর্শই অনুসরণ করি।’

প্রথমবার চ্যাম্পিয়নস লিগে শুরুর একাদশে খেলার অভিজ্ঞতা নিয়ে এই ফরোয়ার্ড বলেন, ‘এই অনুভূতি অসাধারণ। আমি বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে খেলি। সেই ক্লাবের হয়ে ম্যাচ শুরু করাটা সহজ নয়। আনচেলত্তি সব সময়ই আমাকে ডেকে কথা বলেন। বলেন আমার এখানে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। আমি অন্যদের কাছ থেকেও শিখি।’

এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM