মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

চ্যাস্পিয়নস লিগে হেরছে রিয়াল ও বায়ার্ন, জিতেছে লিভারপুল ও জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছে ফরাসি ক্লাব লিলে। তাতে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি ম্লান হয়ে গেছে রিয়ালের। একই অবস্থা জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের। আগের ম্যাচে প্রতিপক্ষের জালে ৯ গোল দেওয়া বায়ার্ন এবার হেরে বসেছে অ্যাস্টন ভিলার কাছে। বড় এই দুই দলের অঘটনের রাতে হেসেছে লিভারপুল ও জুভেন্টাস।

ফরাসি ক্লাব লিলের মাঠে প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় লিলে। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে নেন জোনাথন ডেভিড। এরপর মরিয়া হয়ে চেষ্টা চালিয়েও আর সেই গোল শোধ দিতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। উল্টো ম্যাচে হলুদ কার্ড দেখতে হয়েছে এনদ্রিক, কামাভিঙ্গা, বেলিংহ্যাম, রুডিগার ও লুকা মদ্রিচকে। হারতে হয়েছে ১-০ গোলে।

আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ১ গোল হজম করতে হয়েছে বায়ার্ন মিউনিখকে। ম্যাচের ব্যবধান বাড়তে পারত আরও। যদিও না ২২ মিনিটে তরেসের গোলটি বাতিল হয়ে যেত ভিএআরে। পরে ৭৯ মিনিটে দুরানের গোলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাস্টন ভিলা।

এদিকে সহজ জয় পেয়েছে লিভারপুল। বোলোনিয়ার বিপক্ষে ম্যাচের ১১ মিনিটেই লিড পেয়ে যায় লিভারপুর। দলকে এগিয়ে নেন ম্যাক অ্যালিস্টার। পরে দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

একই দিনে লাইপজিগের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে জুভেন্টাস। অন্যদিকে বেনফিকার বিপক্ষে ৪-০ গোলে হেরেছে আতলেতিকো মাদ্রিদ।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM