সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬ | ৫ মাঘ, ১৪৩২

ইরানের হামলায় প্রাণে বাঁচতে দৌড়ে বাংকারে প্রবেশ করলেন নেতানিয়াহু!

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে ভয়ে-আতঙ্কজনক পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৌড় দেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হচ্ছে, ইরানের হামলা থেকে প্রাণ বাঁচাতেই দৌড়ে বাংকারে প্রবেশ করেছেন তিনি।

মঙ্গলবার (০১ অক্টোবর) রাতে ইসরায়েলে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। এদের মধ্যে কয়েকটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ছিল। এদের কয়েকটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ করেছে।

ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইসরায়েলজুড়ে সাইরেন বাজার শব্দ শোনা গেছে। ইসরায়ের দেশের আইন মোতাবেক সাইরেন বাজার সাথে সাথে নির্ধারিত জরুরি বাংকারে আশ্রয় গ্রহণ করার নিয়ম সব নাগরিকদের। সাইরেন বাজার সময় দেশটির সব নাগরিক এ নির্দেশনা পালন করে থাকে।

সম্প্রতি ইরানের ক্ষেপানাস্ত্র হামলার পর ওই দিন রাতেই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভেসে বেড়াতে দেখা যায়। যেখানে বলা হচ্ছে, ইরানের হামলা থেকে প্রাণ বাঁচাতে দৌড়ে বাংকারে প্রবেশ করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

ইরানপন্থী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী বার বার নেতানিয়াহু’র দৌড়ানের ভিডিওটি শেয়ার করছেন। ভিডিওতে দেখা যায়, নেতানিয়াহু একটি করিডোর দিয়ে দৌড়ে কোথাও যাচ্ছেন।

এই ভিডিওটি শেয়ার করে একজন লিখেছেন, ইরানের জবাবের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বাংকারের ভেতরে পালিয়ে যান।

ভাইরাল ভিডিও নিয়ে আরেকজন লিখেছেন, কেউ দয়া করে বেনিয়ামিন নেতানিয়াহুকে লুকানোর একটি জায়গা দিন। এই দুর্বল লোকটি ঠিকভাবে পালাতেও পারেনি। সর্বোপরি তিনি বাংকারে লুকিয়ে তার জীবন বাঁচিয়েছেন। জনগণের জিম্মায় দেশ ছেড়ে তিনি পালিয়ে গেছেন।

তবে এই ভাইরাল ভিডিওটি যাচাই-বাছাই করে এনডিটিভি জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র দৌড়ানের এ ভিডিওটি অন্তত তিন বছরের পুরোনো। এ ভিডিওর সাথে ইরানের হামলার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন গণমাধ্যম।

উল্লেখ্য, ২০২১ সালে ফেসবুকে প্রথমবারের মতো এই ভিডিওটি শেয়ার করা হয়। মূল ভিডিওতে ইসরায়েলি সংসদ নেসেটের করিডোর দিয়ে তাড়াহুড়ো করে নেতানিয়াহুকে দৌড়াতে দেখা যায়।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM