বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

ইরানে মোসাদের এজেন্টকেই ইসরাইলি গোয়েন্দাদের খোঁজার দায়িত্ব দিয়েছিল: আহমাদিনেজাদের অভিযোগ

মিডল ইস্ট মনিটর: মোসাদ এজেন্টকেই ইসরাইলি গোয়েন্দাদের খোঁজার দায়িত্ব দিয়েছিল ইরান। সিএনএন তুর্ককে দেয়া এক সাক্ষাৎকারে এমন চাঞ্চল্যকর তথ্য দেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

সাক্ষাৎকারে তিনি বলেন, মোসাদ এজেন্টদেরকে সনাক্ত করার জন্য একটি কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট গঠন করা হয়েছিল। সেখানে যাকে প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল, তিনি একইসাথে ইসরাইলেরও এজেন্ট ছিলেন। তিনি পরে জানিয়েছিলেন যে এমন ডাবল এজেন্ট আরো ২০ জন ছিল। মূলত এই এজেন্টরাই ইরানের গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যগুলো ফাঁস করে আসছিল। এতে নানা ক্ষেত্রে ইরান ব্যর্থ হয়েছে।

এ সময় ওই এজেন্টদের বিরুদ্ধে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো সংবেদনশীল তথ্য ফাঁস করারও অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, এই এজেন্টরাই ২০১৮ সালে ইরানের পারমাণবিক কর্মসূচির নথি চুরি করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দিয়েছিল। পরে ওই নথি প্রকাশ পাওয়ায় ইরানের সাথে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বছরই কথিত মোসাদের মোলস অপারেশন শেষ করে ইরানে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। এখন সে ইসরাইলেই বসবাস করছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM