সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬ | ৫ মাঘ, ১৪৩২

আওয়ামী লীগসহ ১৪ দলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ববি হাজ্জাজের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: দল হিসেবে আওয়ামী লীগসহ ১৪ দলের ‘মানবতাবিরোধী অপরাধের’ বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে তিনি এ অভিযোগ দায়ের করেন।

আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বড় ছেলে ববি এক সময় ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এই এম এরশাদের বিশেষ উপদেষ্টা। এখন তিনি ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান।

তার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয়। কারফিউয়ের মধ্যে দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত হয় সেখানে।

“এরপরই গুলি চালিয়ে গণহত্যা চালানো হয়। এ সিদ্ধান্ত নিয়ে দল হিসেবে আওয়ামী লীগ, ওয়াকার্স পার্টি, জাসদসহ ১৪ দল মানবতাবিরোধী অপরাধ করেছে।”

অভিযোগে ‘গণহত্যার সরাসরি হুকুমদাতা’ হিসেবে আওয়ামী লীগ এবং জাসদ (ইনু), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মেনন), তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি-জেপি, সাম্যবাদী দলসহ ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ‘দল হিসেবে’ গণহত্যার অভিযোগ তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।

ববি হাজ্জাজ পরে সাংবাদিকদের বলেন, “আশা করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা ন্যায়বিচার পাব।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ বলেন, আবেদনে আওয়ামী লীগসহ ওই দলগুলোর ওপর ১০ বছর নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চাওয়া হয়েছে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM