রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

লক্ষ্মীপুরে মা-ভাই-ভাগ্নিকে গলা কেটে হত্যা

জেলা সংবাদদাতা, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে সৎছেলের হাতে মা ভাই ও ভাগ্নি খুন হয়েছে। তাদের তিনজনকেই গলা কেটে হত্যা করেছে ঘাতক। শনিবার সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলার ৩নং চর পোড়াগাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ড হাজীগঞ্জ বাজারের পশ্চিম পাশে মফিজ সরদারের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘাতক মো. রিপনকে (২৮) ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের বরাতে জানা গেছে, স্থানীয় মো. সিদু মিস্ত্রির আগের সংসারের ছেলে মো. রিপন ঢাকায় থাকেন। দুদিন আগে বাড়িতে ফেরেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসতঘরে দরজা বন্ধ করে রিপন প্রথমে তার সৎমা ছকিনা বেগমকে (৪০) ছুড়ি দিয়ে গলা কেটে হত্যা করে। বিষয়টি দেখতে পেয়ে ছোট ভাই মাহিন (৬) ও ভাগ্নি ফারিয়া (৪) এগিয়ে এলে তাদেরকেও গলা কেটে হত্যা করে রিপন।

পরে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় নিহতদের দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় ঘাতক রিপন দৌড়ে পালাতে চাইলে স্থানীয়রা পাকড়াও করে আটক করে তাকে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে।

রামগতি থানার ওসি মোসলে উদ্দিন জানান, ঘাতক আটক হয়েছে। জিজ্ঞাসাবাদে খুনের কারণ জানা যাবে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM