মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

ছাত্রশিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বুধবার

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি বন্ধ রেখেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ৫ আগস্ট পটপরিবর্তনের পর প্রকাশ্যে আসে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পরে সেক্রেটারিকে পরিচয় করিয়ে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। এবার ঢাবিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে যাচ্ছে সংগঠনটি।

মঙ্গলবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এম এম ফরহাদ বলেছেন আগামীকাল বুধবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

তিনি বলেন, আগামীকাল আমাদের কমিটি প্রকাশ করা হবে। এটি অনলাইনে ফেসবুক পেজে প্রকাশ করা হবে। আমাদের কমিটি প্রস্তুত করার কিছু নেই। যে কমিটি আছে, তা প্রকাশ করা হবে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেন, সাংগঠনিক সিদ্ধান্তেই আমরা আত্মপ্রকাশ করছি। আমরা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে চাইনি। আমাদের এতদিন বাধ্য করা হয়েছিল। আমাদের পুরো কমিটি শিগগিরই প্রকাশ করা হবে।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM