মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

‘দেবারা’ সিনেমা দেখতে গিয়ে হলেই এনটিআর-ভক্তের মৃত্যু

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতের অন্ধ্র প্রদেশের অপ্সরা থিয়েটারে “দেবারা” সিনেমার বিশেষ প্রদর্শনী দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জুনিয়র এনটিআর-এর এক ভক্ত। তার নাম মাস্তান ভ্যালি। বয়স হয়েছিল ৩৫ বছর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির প্রদর্শনীর সময় মাস্তান বেশ উৎসাহী ছিলেন। সবার মতো তিনিও উল্লাস করছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন। তাৎক্ষণিকভাবে তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তিও করা হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর ও বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর অভিনীত “দেবারা পার্ট ১” মুক্তি পেয়েছে। কোরাতালা শিব পরিচালিত এই ছবি বক্স অফিসে শুরুতেই দারুণ সাফল্য পেয়েছে।

পর্দায় প্রথমবার জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুরের রোম্যান্স দেখে চোখ ফেরাতে পারেননি দর্শক।‌ সেই সঙ্গে যোগ হয়েছে সাইফ আলি খানের অসামান্য অভিনয়। এই ছবির মাধ্যমে তেলুগু ছবির জগতে অভিষেক হলো সাইফ ও জাহ্নবীর।

সবকিছু ঠিকঠাকই ছিল। তবে এর মধ্যেই ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। দর্শক যখন এই সিনেমা দেখতে গিয়ে রোমাঞ্চিত হচ্ছেন তখন অন্ধ্র প্রদেশে ১ জন দর্শক সিনেমা দেখে অসুস্থ হয়ে মারা গেছেন।

এমন মৃত্যুর পর আবারও সিনেমা হলে সুরক্ষা ও নিরাপত্তার বিষয়গুলো আলোচনায় উঠে আসছে। যেহেতু চলচ্চিত্র মানুষকে অনুপ্রাণিত করে, তাই সংশ্লিষ্টদের অবশ্যই এই ধরনের ঘটনা রোধ করার জন্য ব্যবস্থা নেওয়া নিশ্চিত করতে হবে। অন্যদিকে, এই অপ্রত্যাশিত ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে হইচই ফেলে দিয়েছে দেবারা। বিশ্বব্যাপী ১৩৫ কোটি রুপি আয় করেছে ছবিটি। এর মধ্যে শুধু ভারতেই ৭৬ কোটি রুপি আয় করেছে এটি!

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM