মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

খুলনায় নীতি বহির্ভূত কর্মকাণ্ড, বিএনপির ৬ নেতাকে শোকজ

খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলায় দলের নীতি আদর্শ বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিএনপির ছয় নেতাকে শোকজ করা হয়েছে। রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান এবং সদস্য সচিব মো. জাবেদ হোসেন মল্লিক স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানা গেছে।

শোকজ পাওয়া নেতারা হলেন- রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির শেখ, যুগ্ম আহ্বায়ক আনছার আলী বিশ্বাস, সদস্য সজিব মোল্লা, সদস্য আবুল কাসেম মোল্লা, রূপসা উপজেলা জাসাসের আহ্বায়ক শাহাজালাল লস্কর ও নৈহাটি ইউনিয়ন বিএনপির সদস্য সাইফুল শেখ। তাদের প্রত্যেককে পৃথক কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া পৃথক পৃথক কারণ দর্শানোর নোটিশে বলা হয়, আপনি এবং আপনার কতিপয় সহযোগী এলাকায় শান্তি শৃঙ্খলা পরিপন্থি এবং দলের নীতি আদর্শ বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে লিখিত জবাব এবং রুপসা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবরে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM