মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কে পণ্যবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি ট্রাকেরই চালক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনার পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে মহাসড়কের উভয় প্রান্তে যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহনগুলো আটকে পড়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সদর উপজেলার বাগজান এলাকায় তরা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে।

গোলড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তরা ব্রিজ এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা শোনার পর ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম নিয়ে যাই। দুর্ঘটনার পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় প্রান্তে অনেক যানবাহন আটকে পড়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।

এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM