মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

জামায়াত নেতার পক্ষ থেকে গরুর গোশত পেল ২ হাজার বন্যার্ত পরিবার

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে বন্যার্ত দুই হাজার পরিবারের মাঝে ‘সদর উন্নয়ন ফাউন্ডেশন’র উদ্যোগে গরুর মাংস বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের জামিরতলি আস সুন্নাহ আলিম মাদরাসা প্রাঙ্গণে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দুই হাজার পরিবারে মাঝে ৩৫টি গরুর মাংস বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারকে দুই কেজি করে মাংস দেওয়া হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মমিন উল্যা পাটওয়ারী ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম সুমন প্রমুখ।

জামায়াত নেতা ড. রেজাউল করিম বলেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্দেশে শুরু থেকেই দলের প্রত্যেকটি নেতাকর্মী বন্যার্ত মানুষের পাশে রয়েছে। এর ধারাবাহিকতায় প্রায় দুই হাজার পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে যারা গত দেড় থেকে দুই মাস ধরে গরুর মাংস খেতে পারেননি, তাদের জন্যই আমাদের এ উদ্যোগ ছিল।

এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM