সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬ | ৫ মাঘ, ১৪৩২

উত্তরবঙ্গে বন্যাকবলিত এলাকায় খরচ হবে গণত্রাণের টাকা: সমন্বয়ক আবু বাকের

মারুফ হাসান: টিএসসিতে উঠানো ত্রাণের টাকা উত্তরবঙ্গে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ব্যয় করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পেজ থেকে দেয়া পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে আবু বাকের মজুমদার লিখেছেন, অতিভারি বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তরবঙ্গে বন্যা দেখা দিয়েছে। আমাদের কাছে পূর্বে উত্তোলিত যে নগদ অর্থ আছে, সেটা দিয়ে উত্তরবঙ্গে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিতে যাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা একান্তই কাম্য।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির ১৪ দিনে মোট ১১ কোটি ১০ লাখ ১৩ হাজার ৫৬৯ টাকা সংগ্রহ হয়েছিল। সংগৃহীত এই অর্থের ১ কোটি ৭৫ লাখ ১২ হাজার ৭৯৪ টাকা বিভিন্ন খাতে ব্যয় হিসেবে দেখানো হয়েছে। বর্তমানে ৯ কোটি ৩৫ লাখ ৭৭৫ টাকা ব্যাংকে আছে বলে জানিয়েছেন সমন্বয়করা।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM