নিজস্ব প্রতিবেদক: সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করবেন সাংবাদিক শফিক রেহমান। এ মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি তিনি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণের কথা রয়েছে তার।
এ বিষয়ে রেহমানের আইনজীবী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তার সাজা এক বছরের জন্য স্থগিত হয়েছে। নিম্ন আদালতে আত্মসমর্পণ এবং উচ্চ আদালতে আপিলের শর্তে এ প্রজ্ঞাপন জারি করে সুরক্ষাবিভাগ। আজ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলে তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করতে পারেন আদালত।
রোববার (২৯ সেপ্টেম্বর) এ মামলায় আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
প্রসঙ্গত, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় গত বছরের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনকে পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন- জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ, রিজভী আহমেদ সিজার ও মিজানুর রহমান ভুইয়া।
এমএফ