মারুফ হাসান: ভারতের ত্রিপুরায় বৃদ্ধা মাকে গাছের সঙ্গে বেঁধে জীবন্ত জ্বালিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই সন্তানের বিরুদ্ধে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতের এ ঘটনায় ২ জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি পশ্চিম ত্রিপুরার চম্পকনগর থানা এলাকার খামারবাড়ির। মৃতের বয়স ৬২ বছর।
পুলিশ জানিয়েছে, দেড় বছর আগে ওই বৃদ্ধার স্বামী মারা যান। তার পর থেকে তিনি চম্পকনগরে দুই পুত্রের সঙ্গে থাকতেন। তাঁর আরও এক পুত্র রয়েছে। কর্মসূত্রে তিনি থাকতেন আগরতলায়। শনিবার রাতে ওই বৃদ্ধাকে পুড়িয়ে মারা হয়েছে বলে খবর পায় পুলিশ।
প্রাথমিকভাবে তাদের অনুমান, পারিবারিক কোনও অশান্তির জেরেই এই হত্যাকাণ্ড। কী কারণে এই নৃশংস হত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: আনন্দ বাজার পত্রিকা
এমএফ