মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

লন্ডন থেকে সাইদা মুনা তাসনীমকে প্রত্যাহারের সিদ্ধান্ত: দেশে ফিরবেন কি তিনি?

নিজস্ব কূটনৈতিক প্রতিবেদক: যুক্তরাজ্যে দায়িত্বরত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমকে অনতিবিলম্বে দায়িত্বভার ত্যাগ করে দেশে ফিরতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এ আদেশ জারি করে।

পররাষ্ট্র ক্যাডারের ১১তম ব্যাচের এই কর্মকর্তা টানা প্রায় ছয় বছর লন্ডনে হাইকমিশনারের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি থাইল্যান্ডে রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ ও জনকূটনীতি অনুবিভাগে মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। আগামী ২৬ ডিসেম্বর থেকে তাঁর অবসরোত্তর ছুটি শুরু হওয়ার কথা রয়েছে।

আওয়ামী লীগ ঘেষা কর্মকর্তা হিসেবে সাইদা মুনা তাসনীমের ব্যাপক পরিচিতি রয়েছে। তার ভগ্নিপতি অল ইউরোপীয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনির বদৌলতেই তাকে থাইল্যান্ড থেকে যুক্তরাজ্যে রাষ্ট্রদূত করা হয়। যুক্তরাজ্যে দায়িত্ব পালনকালে তিনি সরকারের পক্ষে ব্যাপক ভুমিকা পালন করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবিক্ষোভের মুখে দেশ ছেড়ে যাওয়ার পর সাইদা মুনা তাসনীমের প্রত্যাহারের বিষয়টি ছিল সময়ের ব্যাপার। এখন দেখার বিষয় হচ্ছে, তিনি স্বদেশে ফেরেন কি-না?

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM