মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ডাক পেলেন রাকিবুল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন রাকিবুল হাসান। যার নামটা শুনলে সবার আগেই অনায়াসে চলে আসে দেশের প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপার কথা। যদিও তা এসেছিল অনূর্ধ্ব-১৯ দলের হাত ধরে। ২০২০ সালে এই স্পিনার রাকিবুলের ব্যাটে চড়েই প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশের যুবারা।

পরবর্তীতে নিয়মিত ঘরোয়া ক্রিকেটেও তিনি পারফর্ম করেছেন। এবার সেই পারফরম্যান্সের সুফল পেলেন রাকিবুল। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে ১৪ মাস পর দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।

আসন্ন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েই রাকিবুল ঢাকা পোস্টকে জানালেন নিজের অনূভুতির কথা। শুরুতেই বলছিলেন, ‘ভালো লাগছে ভাইয়া, আলহামদুলিল্লাহ।’ এরপর নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বললেন, ‘অবশ্যই প্রতিটা খেলোয়াড়ের লক্ষ্য থাকে সেরাটা দেওয়ার। আমিও আমার নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

সবশেষ টি-টোয়েন্টি খেলা বাংলাদেশ দল থেকে এই সিরিজে নেই দুইজন। একজন সাকিব আল হাসান অন্যজন তানভীর ইসলাম। তবে রাকিবুল জানালেন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তিনি, ‘চ্যালেঞ্জ সবসময় থাকে, এখন এটাও একটা চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ নিয়ে খেলাটা আমি ভালোবাসি খেলতে। চ্যালেঞ্জ থাকবেই তারপরেও চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে, কিভাবে ভালো করা যায় সেটাই বড় লক্ষ্য থাকবে।’

ভারতের মতো বড় দলের বিপক্ষে দলে ডাক পাওয়াটা বেশি রোমাঞ্চ কিনা রাকিবুল জানালেন, ‘ওরা (ভারত) অনেক ভালো দল, আর ভালো দলের সাথে খেলতে সবারই ভালো লাগে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে সবাই, আমারো একই লক্ষ্য থাকবে।’

উল্লেখ্য, রাকিবুল হাসান গেল বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছিলেন। তবে সে বার অবশ্য জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি তরুণ এই ক্রিকেটারের।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM