মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরেছেন মিরাজ, বাদ সৌম্য-তানভির

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ মাস পর বাংলাদেশের টি–টোয়েন্টি দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান এবং ওপেনার পারভেজ হোসেন ইমন। এদের মাঝে অফ স্পিনার রাকিবুল এবারই প্রথম ডাক পেলেন জাতীয় দলে।

রোববার ( ২৯ সেপ্টেম্বর) তিন ম্যাচের এই সিরিজের জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৩ সালের জুলাইয়ে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিলেন মিরাজ। এখন আবার সুযোগ পেলেন তিনি।

আক্রমণাত্মক ওপেনার পারভেজ হোসেন ইমন জাতীয় দলের হয়ে ৩ টি-টোয়েন্টি খেলেছেন। ভারতের বিপক্ষে এশিয়ান গেমসেই শেষ দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া বাঁহাতি স্পিনার রাকিবুল যে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন তিনটিই এশিয়ান গেমসে।

বিশ্বকাপের পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। ওই টুর্নামেন্টের দল থেকে সৌম্য সরকার বাদ পড়েছেন, তার জায়গা নিয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। এছাড়া স্পিনার তানভীর আহমেদ ও সাকিব আল হাসান নেই, তাদের জায়গা নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও রাকিবুল হাসান।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM