মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

অবৈধভাবে ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক ৫

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় ২ শিশুসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস হতে আনুমানিক ৩০০গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন দিনাজপুর জেলার খানসামা উপজেলার টাংগুয়া গ্রামের প্রভাস চন্দ্র রায়ের ছেলে পঞ্চানন চন্দ্র রায় (৩৩), শ্যালক তপু চন্দ্র রায় (২৫), একই গ্রামের পরেশ চন্দ্র রায়ের মেয়ে তাপসী রাণী রায় (২৮) ও ছেলে দীপ্ত চন্দ্র রায় (৩), রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বৃন্দাবনপুর গ্রামের হরেন হেম্রমের কন্যা পাওলিনা হেম্রম (১৪)।

জানা গেছে, আটককৃতরা দালাল চক্রের মাধ্যমে রাতে অবৈধভাবে রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপ পাড়া নামক স্থান দিয়ে ভারতে প্রবেশের জন্য এসেছিলেন। খবর পেয়ে কোম্পানির কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

৪২ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম জানান, বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির আওতাধীন বিরল উপজেলাস্থ ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস হতে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দিনাজপুর জেলার বীরগঞ্জ, খানসামা ও রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিভিন্ন বয়সী ৫ জনকে আটক করে। আটককৃতদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM