বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

বিশ্বজুড়ে ইহুদিবাদী ইসরাইল বিরোধী বিক্ষোভ অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের ব্যাপারে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বিশ্ব নেতারা যখন উদ্বেগ প্রকাশ করছেন সে সময় বিশ্বজুড়ে ইহুদিবাদ বিরোধী বিক্ষোভও অব্যাহত রয়েছে।

লেবাননে ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক অপরাধের প্রতিবাদে ধর্ম-বর্ণ-নির্বিশেষে ব্রিটেনের বিভিন্ন শ্রেণী ও স্তরের শান্তিকামী জনগণ এবং সংগঠন বিক্ষোভ করেছে। পার্সটুডে

বিক্ষোভে অংশগ্রহণকারী জনতা ফিলিস্তিনী জনগণের সমর্থনে এবং ইসরাইলি অপরাধের নিন্দা জানিয়ে শ্লোগান দেয়। তারা ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতেও শ্লোগান দেয়।

প্রায় ১২ মাস আগে থেকে ব্রিটিশ জনগণ সে দেশের বিভিন্ন শহরে নিয়মিত বিক্ষোভ করে আসছে। তারা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা এবং ইহুদিবাদী ইসরাইলকে লন্ডনের সামরিক, আর্থিক ও রাজনৈতিক সমর্থন বন্ধ করারও দাবি জানিয়ে আসছে।

গাজা ও লেবাননে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করেছে সুইজারল্যান্ডের জেনেভা ইউনিভার্সিটির ছাত্র আন্দোলনকারীরাও। ছাত্ররা ফিলিস্তিন এবং লেবাননের সমর্থনেও শ্লোগান দেয়। আল-মায়াদিন টিভির কর্মকর্তা মূসা আসি জানান জেনেভা ইউনিভার্সিটিতে এটাই প্রথম বিক্ষোভ নয়। ফিলিস্তিনের সমর্থনে এর আগেও বহুবার বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্ররা।

আগামিকাল (শনিবার) সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুজানেও একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM